আজ থেকে আইফোনসহ ৪৩ ফোনে বন্ধ হোয়াটসঅ্যাপ সেবা

আজ থেকে আইফোনসহ ৪৩ ফোনে বন্ধ হোয়াটসঅ্যাপ সেবা

অনলাইন ডেস্ক

আইফোন এসই, ৬এস ৬এস প্লাসসহ অ্যান্ড্রয়েডের পুরাতন মডেলের মোট ৪৩টি ফোনে সেবা বন্ধের ঘোষণা দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। আজ থেকেই এই ফোনগুলোতে বন্ধ হবে এই সেবা। খবর মিরর ইউকের।  

অ্যান্ড্রয়েড ৪.০.৪ ও এর আগের অপারেটিং সিস্টেম এবং আইওএস ৯ ও এর আগের ফোনগুলোর ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করে মেসেজ, ভিডিও কল এবং এনক্রিপ্টেড মেসেজ সার্ভিস পাবেন না।

হোয়াটসঅ্যাপের এই তালিকায় রয়েছে আইফোনের তিনটি মডেল- এসই, ৬এস ৬এস প্লাস।

এছাড়া স্যামসাংয়ের ৭টি ফোন রয়েছে- গ্যালাক্সি ট্রেন্ড লাইট, ট্রেন্ড ২, গ্যালাক্সি এস২, গ্যালাক্সি এস৩ মিনি, গ্যালাক্সি এক্স-কভার ২, গ্যালাক্সি কোর এবং গ্যালাক্সি এইস ২।

এছাড়া এলজির ১৯টি, হুয়াওয়ের ৬টি, সনির ৩টি, জেডটিই'র ৪টি সহ আরও ১০টি ফোন এই তালিকায় রয়েছে।

আরও পড়ুন:

রোমে সাংবাদিকদের পেটালো ব্রাজিলের প্রেসিডেন্টের দেহরক্ষীরা


news24bd.tv/ নকিব