দীর্ঘ ছয়'শ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সোমবার করোনাভাইরাস অতিমারীর কারণে দেওয়া এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। খবর এনডিটিভির।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এক ফেসবুক পোস্টে বলেন, এটি অস্ট্রেলিয়ার জন্য একটি বড় দিন।
করোনা প্রতিরোধে ২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়া।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন পর দেশে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ায় নিজেদের উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করছেন দেশটির প্রবাসী নাগরিকরা। তবে দেশে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদেরকে।
এছাড়া ১৮ মাস পর তাদের কার্যক্রম চালু করেছে কানতাস এয়ারলাইনস।
আরও পড়ুন:
আজ থেকে আইফোনসহ ৪৩ ফোনে বন্ধ হোয়াটসঅ্যাপ সেবা
news24bd.tv/ নকিব