ভারতের দুরাবস্থার কারণ জানালেন শোয়েব আখতার, দিলেন পরামর্শ

ভারতের অধিনায়ক বিরাট, পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার

ভারতের দুরাবস্থার কারণ জানালেন শোয়েব আখতার, দিলেন পরামর্শ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের এবারের আসরে পর পর দুই হারে কোণঠাসা হয়ে পড়েছে  ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে এবং নিউ জিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় পরাজয়ে বিশ্বকাপে তাদের বিদায় ঘণ্টা প্রায় বেজে গেছে। পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত ভারতের অর্জন শূন্য!

হট ফেভারিটদের এমন গো-হারা মেনে নিতে পারছেন না ভারতীয়রা। আর তাই দিন-রাত সমালোচনা তীর ছুটে আসছে কোহলিবাহিনীর দিকে।

এবার সেই পথে হাঁটলেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার।  

তিনি বিরাট কোহলিদের কটাক্ষ করে বলছেন, ‘কোহলিরা আগে ঠিক করুক, তারা মাঠে ক্রিকেট খেলবে নাকি ইনস্টাগ্রামে খেলবে?’

তিনি নাকি আগেই জানতেন, এমনটা চলতে থাকলে ভারত ফেঁসে যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

তার মতে, ভারতীয় তারকারা মাঠে খেলার চেয়ে ইনস্টাগ্রামে খেলতে বেশি আগ্রহী। যে কারণে মাঠে মন সংযোগ হারাচ্ছেন তারা।

ব্যাটে-বলে মিলছে না।

এ স্পিডস্টার বলেন, ‘যা হওয়ার কথা, সেটাই হয়েছে। খুব বাজে খেলেছে ভারত। মনে হচ্ছিল, ভারত ম্যাচ খেলতেই আসেনি, শুধু নিউজিল্যান্ডই খেলতে এসেছে। ওদের গণমাধ্যমগুলো ওদের ওপর যে চাপ দিচ্ছিল, যেসব কথা বলা হচ্ছিল, আমি নিশ্চিত ছিলাম, ওরা ফাঁসবেই। আর সেটাই হয়েছে। ভারতের বোলিং বিভাগ যথেষ্ট দুর্বল ছিল। ’

তিনি আরও বলেন, ‘প্রচুর ভুল করেছে ভারত। এটা অত্যন্ত হতাশাজনক। এ ধরনের হার হজম করা সহজ নয়। জয়ের জন্য খেলতে নেমেছে ভারত, এমনটা মোটেও মনে হয়নি ওদের খেলা দেখে। ভারতের বোলিংকে অত্যন্ত মাঝারিমানের বলে মনে হয়েছে। বুমরাহ ছাড়া বাকিরা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলেনি। ভারতের বোলিংকে গড়পড়তা মনে হয়েছে। ’


আরও পড়ুন:

আমাদের টিকার অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজিল্যান্ডকে মেরে তক্তা বানাতে চেয়েছিল ভারত: শোয়েব

প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনে যাওয়া স্ববিরোধী: রিজভী

ভারতের সেমিফাইনালে ওঠা হবে অলৌকিক: আফ্রিদি

প্রায় ১২ ওভার কোন বাউন্ডারি ছিল না ভারতের!


পরের ম্যাচে জয়ের জন্য কোহলিদের পরামর্শ দিয়ে শোয়েব বলেন, ‘ভারতের বোলিং বিভাগকে ঠিক করতে হবে। ইনস্টাগ্রামে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে মাঠে খেলা শুরু করতে হবে।  

কোহলিদের উদ্দেশে শোয়েব আরও বলেন, ‘দয়া করে নিজেদের মনোযোগ ধরে রাখো। এটা একটা প্যাশন, ফ্যাশন নয়। যেমন বোলিং বিভাগ তোমরা নিয়ে এসেছ, তাতে ম্যাচ জেতা কষ্টকর। ’

news24bd.tv নাজিম