বাবা কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক। মেধাবী ছেলেটা কুমিল্লা জিলা স্কুল এবং ঢাকা নটরডেম এর মত হাইপ্রোফাইল স্কুল কলেজে পড়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে সরকারী দলের ছাত্র সংগঠনের গ্রুপিংয়ের কোপাকুপিতে খুলি হারিয়ে ফেলেছে। একুশ বছর বয়সী টগবগে ছেলেটাকে বাবা মা আদর করতে পারবেন না মাথায় হাত দিয়ে।
আহা ছাত্রসংগঠন !!! ভবিষ্যত নেতা তৈরীর সূতিকাগার থেকে কসাইখানায় রুপান্তরিত হয়েছে আরো আগেই।
আরও পড়ুন:
আমাদের টিকার অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী
নিউজিল্যান্ডকে মেরে তক্তা বানাতে চেয়েছিল ভারত: শোয়েব
প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনে যাওয়া স্ববিরোধী: রিজভী
ভারতের সেমিফাইনালে ওঠা হবে অলৌকিক: আফ্রিদি
প্রায় ১২ ওভার কোন বাউন্ডারি ছিল না ভারতের!
বাংলাদেশ নাকি ডিজিটাল হয়েছে !!! এখন এইসব হাতুড়ি চাপাতি গোলাগুলি বন্ধ করে স্যাটেলাইটের মাধ্যমে মারপিটের সুযোগ করে দেয়া হোক। তাহলে মধ্যযুগীয় বর্বরতার ভয়াবহ এসব ছবিতে সভ্যতার অসভ্যতা প্রকাশ পাবে না।
আফসোস বাংলাদেশ…
লেখাটি কণ্ঠশিল্পী আসিফ আকবর-এর ফেসবুক থেকে নেওয়া। (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )
news24bd.tv নাজিম