নরসিংদীতে কারখানায় আগুন

নরসিংদীতে কারখানায় আগুন

অনলাইন ডেস্ক

নরসিংদীতে ঘোড়াশালে একটি কারখানায় আগুন গেলেছে। সোমবার (০১ নভেম্বর) পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ঘোড়াশাল শহরে একটি কারখানার চারতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় সোমবার পৌনে ৬টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেন।

নিউজিল্যান্ডকে মেরে তক্তা বানাতে চেয়েছিল ভারত: শোয়েব

প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনে যাওয়া স্ববিরোধী: রিজভী

ভারতের সেমিফাইনালে ওঠা হবে অলৌকিক: আফ্রিদি

প্রায় ১২ ওভার কোন বাউন্ডারি ছিল না ভারতের!


কিছুক্ষণ পর নরসিংদী ফায়ার সার্ভিসও তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, আগুন নেভাতে মোট ছয়টি ইউনিট কাজ করছে।  

কীভাবে আগুনের সূত্রপাত হলো, ভেতরে কী কী মালামাল আছে তা এখনও নিশ্চিত নই আমরা।

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর