নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের-টিএলপির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে পাকিস্তান সরকার। ১০ দিন পাকিস্তানে সহিংস বিক্ষোভ করছিল টিএলপি। বিক্ষোভে হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে।
সরকারের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে অবশেষে এ বিক্ষোভের অবসান ঘটল।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডকে মেরে তক্তা বানাতে চেয়েছিল ভারত: শোয়েব
প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনে যাওয়া স্ববিরোধী: রিজভী
ভারতের সেমিফাইনালে ওঠা হবে অলৌকিক: আফ্রিদি
প্রায় ১২ ওভার কোন বাউন্ডারি ছিল না ভারতের!
রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের বৈঠক হয়। আলোচনায় সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এবং টিএলপির পক্ষে ধর্মীয় নেতা মুফতি মুনিবুর রেহমান অংশ নেন।
তবে বৈঠকের পর ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সমঝোতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি।
গত ২২ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করেন টিএলপির সমর্থকেরা। ফ্রান্স বিরোধী বিক্ষোভ করতে সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগে গত বছর সাদ রিজভি গ্রেপ্তার হন।
news24bd.tv/ তৌহিদ