জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর কার্যনির্বাহী কমিটি।
আজ সোমবার সকাল ১১ টায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অ্যাটকোর সিনিয়র সহসভাপতি ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, অ্যাটকোর সহসভাপতি ও দেশ টিভির উপ ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, অ্যাটকোর পরিচালক ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খাঁন মুকুল, অ্যাটকোর পরিচালক ও বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, অ্যাটকোর পরিচালক ও সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, অ্যাটকোর পরিচালক ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, অ্যাটকোর পরিচালক ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক, অ্যাটকোর পরিচালক ও একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, অ্যাটকোর পরিচালক ও বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন এবং অ্যাটকোর পরিচালক ও এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ এবং আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির বাবলু উপস্থিত ছিলেন।