সুবহে সাদিক বা ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে ফজরের নামাজ পড়া পর্যন্ত সময়ের মধ্যে কি কোনো নফল নামায পড়া যাবে?
এই প্রশ্নের উত্তর হলো- সুবহে সাদিক থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত ফজরের সুন্নত ব্যতীত অন্য কোনো নফল নামাজ পড়া নিষেধ। এই ব্যাপারে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। হাফসা (রা.) বলেন, ‘যখন ফজর উদিত হতো, তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফজরের দুই রাকাত সুন্নত সংক্ষেপে (ছোট সূরা দিয়ে) পড়তেন। ’ (সহিহ মুসলিম, হাদিস : ৭২৩)
আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো (নফল) নামাজ পড়া যাবে না।
আরও পড়ুন:
আমাদের টিকার অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী
নিউজিল্যান্ডকে মেরে তক্তা বানাতে চেয়েছিল ভারত: শোয়েব
প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনে যাওয়া স্ববিরোধী: রিজভী
ভারতের সেমিফাইনালে ওঠা হবে অলৌকিক: আফ্রিদি
সাঈদ ইবনুল মুসায়্যিব (রহ.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘(ফজরের) আজানের পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো (নফল) নামাজ নেই। ’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৪৭৫৬)
হাসান বসরি, মুহাম্মাদ ইবনে সিরিন ও আতা (রহ.) প্রমুখ তাবেয়িগণও একই কথা বলেছেন। (বিস্তারিত : মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৬৪১০; মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৪৭৫৩)
news24bd.tv নাজিম