পরের বিশ্বকাপে আমরা ভালো করবো: টাইগার কোচ

রাসেল ডমিঙ্গো

পরের বিশ্বকাপে আমরা ভালো করবো: টাইগার কোচ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মূলপর্ব সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচেই হেরে যাওয়ায় কার্যত বিশ্বকাপ শেষ বাংলাদেশের। শেষের দুই ম্যাচ যদিও নিয়মরক্ষার। তাই চলতি বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু নেই মাহমুুদুল্লাহদের সামনে। টিম ম্যানেজম্যান্টের এখন চোখ পরের বিশ্বকাপে।

২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বকাপটির।

প্রথমে নির্বাচক হাবিবুল বাশার, পরে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দুজনেই বলেছেন টিম ম্যানেজমেন্টের চোখ এখন পরের বিশ্বকাপে।  

টাইগার গুরু রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না।

এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো। ’

ডমিঙ্গো আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফলটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। গত এক বছরে আমরা টি-টোয়েন্টিতে বেশ কিছু জয় পেয়েছি, বড় সিরিজ জয় পেয়েছি। এখন সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে মাত্র দুটি অল্প ব্যবধানের হারে দলকে যাচাই করা অনুচিত ও কঠোর সিদ্ধান্ত হবে। আমি মনে করি দল সামনের দিকে বড় পদক্ষেপ রেখেছে। আমাদের খুব ভাল কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারা বড় দলের বিপক্ষে বড় পারফরম করেছে। আমার চোখে এখনও অনেক ইতিবাচক দিক আছে। ’

প্রসঙ্গত, আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে হারানোর কিছুই নেই টাইগারদের। তবে পাওয়ার আছে সান্ত্বনার জয়।

আরও পড়ুন:

চলে গেলেন জনপ্রিয় ডেজার্ট তিরামিসুর জনক


news24bd.tv/ নকিব