ট্রাম্পের ভুলে লজ্জিত বাইডেন, চাইলেন ক্ষমা

ট্রাম্পের ভুলে লজ্জিত বাইডেন, চাইলেন ক্ষমা

অনলাইন ডেস্ক

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি ভেঙে বেরিয়ে আসার ঘটনায় ক্ষমা চাইলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার গ্লাসগো জলবায়ু সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর বিজনেস ইনসাইডারের।

বাইডেন বলেন, আগের প্রশাসনের এই পদক্ষেপের জন্য প্রেসিডেন্ট হিসেবে আমি খুবই লজ্জিত।

আমার কাছে মনে হয়েছে আমার ক্ষমা চাওয়া উচিত নয় তবুও আমি ক্ষমা চাইব। কারণ ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গিয়ে আমাদেরকে পেছনে নিয়ে গেছে।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক এবং অর্থনৈতিক দায়িত্ব বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, আমরা বিশ্ব ইতিহাসের পরিবর্তনের একটি জায়গাতে দাঁড়িয়ে আছি।

প্রসঙ্গত, সোমবার শুরু হওয়া গ্লাসগো জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন ১২০টিরও বেশি দেশের রাষ্ট্রনেতা, শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরা। আসন্ন বিপর্যয় রুখতে গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করার কথা দিয়েছেন তারা। তবে এর আগে ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতেও একই কথা দিয়েছিলেন রাষ্ট্রনেতারা।

আরও পড়ুন:

আট দিন পর আবারও বেড়েছে ডলারের দাম


news24bd.tv/ নকিব