মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, পরিসংখ্যানে কে এগিয়ে

মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, পরিসংখ্যানে কে এগিয়ে

অনলাইন ডেস্ক

এরই মধ্যে হতাশা গ্রাস করেছে বাংলাদেশ ক্রিকেট দলকে। তা তাদের ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়াতে অনেকটাই স্পষ্ট। এদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হারের কারণে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ যায়গা হয়নি বাংলাদেশের। এদিকে গ্রুপ-১ এ এরই মধ্যে তিন ম্যাচ হেরেছে টাইগার বাহিনী।

নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা অনেক পথ এগিয়ে। তিন ম্যাচের দুটি জিতেছে প্রোটিয়ারা।

চলুন দেখে নেওয়া যাক টি-টোয়েন্টিতে কে বেশি এগিয়ে।

পরিসংখ্যান কি বলছে।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের দেখা হয়েছে মাত্র ৬ বার। আগের দেখায় প্রত্যেকবার জিতেছে প্রোটিয়ারা। মানে বাংলাদেশ ৬-০ তে পিছিয়ে। বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল দুই দলের। ২০০৭ সালে প্রথম আসরে কেপ টাউনে ওই ম্যাচে ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

দুই দলের মুখোমুখি হওয়া ম্যাচের সংখ্যা ৬টি।

দক্ষিণ আফ্রিকা জিতেছে ৬টিতেই।

বাংলাদেশের জয়ের সংখ্যা ০

এশিয়ায় খেলা: ২ (দক্ষিণ আফ্রিকা ২, বাংলাদেশ ০)
 
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার গড় স্কোর: ১৬৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গড় স্কোর: ১৩৪

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান: এবি ডি ভিলিয়ার্স, ১৬১

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান: সৌম্য সরকার, ১৩৫

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট: অ্যারন ফাঙ্গিসো, ৭

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট: সাকিব আল হাসান, ৭

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: ডেভিড মিলার, ১০১*

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: সৌম্য সরকার, ৪৭

দক্ষিণ আফ্রিকার হয়ে সেরা ব্যাটিং গড়: ডেভিড মিলার, ১৪৭.০

বাংলাদেশের হয়ে সেরা ব্যাটিং গড়: মোহাম্মদ সাইফউদ্দিন ৬২.০

news24bd.tv এসএম

আরও পড়ুন


করিমগঞ্জে শিয়ালের কামড়ে সাংবাদিক ও শিশুসহ ৫ জন আহত

নায়িকা সিমলার ‘প্রেমকাহন’ ছবি হলে প্রদর্শনের উপযুক্ত নয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট: প্রতিদিন ৬০ হাজার কর্মঘণ্টা অপচয়

দেড় বছর ধরে ছাতক-সিলেট ট্রেন যোগাযোগ বন্ধ