সার্চ থেকে ছবি ডিলিটের টুল আনছে গুগল

সার্চ থেকে ছবি ডিলিটের টুল আনছে গুগল

অনলাইন ডেস্ক

টেক জায়ান্ট গুগল গত আগস্টে ঘোষণা দিয়েছিলো সার্চ থেকে ছবি ডিলিট করার টুল নিয়ে আসবে তারা। ঘোষণা অনুযায়ী এবার সেই টুল আনছে গুগল। টুলটির মাধ্যমে গুগল সার্চ থেকে অভিভাবকরা তাদের নাবালক সন্তানের ছবি মুছে দিতে পারবেন।

গত ২৮ অক্টোবর একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, তারা এমন একটি টুল আনতে যাচ্ছে, যার মাধ্যমে কোনো অভিভাবক তার ১৮ বছরের নিচে বয়সের শিশুর ছবি গুগলের ইমেজ ট্যাব থেকে অথবা থাম্বনেইল থেকে একেবারে সরিয়ে দিতে পারবেন।

যদিও এর ঘোষণা গত আগস্টেই দিয়েছিল তারা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

আরও পড়ুন:


শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রমাণ হয় না আরিয়ানদের মাদক দিতেন অর্চিত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট: প্রতিদিন ৬০ হাজার কর্মঘণ্টা অপচয়

উপ-নির্বাচন: সিরাজগঞ্জ-৬ আসনে ভোটগ্রহণ চলছে

সড়ক দুর্ঘটনায় ‘সম্ভাবনাময়ী’ দুই মডেলের মৃত্যু


প্রতিবেদনটিতে বলা হয়, গত আগস্টে গুগল এমন একটি ঘোষণা দিয়েছিল। সেখানে আরও কিছু ফিচারের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

যেটা প্রাইভেট ডিফল্ট সেটিংস এর মতো, যেখানে কোনও টিনএজার ভিডিও আপলোড করলে সেটার সঙ্গে তার অভিভাবকের একটা লিঙ্ক তৈরি হবে, যার মাধ্যমে অভিভাবক সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মাধ্যমে নাবালকদের ইন্টারনেটে নিরাপত্তা নিশ্চিত হতে পারে বলে মনে করছেন তারা।

news24bd.tv নাজিম