ঝিনাইদহে বিদেশি পিস্তল ও গুলিসহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হিল্লোলকে আটক করেছে র্যাব।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার বয়ড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হিল্লোল সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার বয়ড়াতলা বাজারে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
আরও পড়ুন
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই: মির্জা ফখরুল
মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, পরিসংখ্যানে কে এগিয়ে
করিমগঞ্জে শিয়ালের কামড়ে সাংবাদিক ও শিশুসহ ৫ জন আহত
নায়িকা সিমলার ‘প্রেমকাহন’ ছবি হলে প্রদর্শনের উপযুক্ত নয়
তিনি আরও বলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে হিল্লোলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলি। হিল্লোলের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত হিল্লোল ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
news24bd.tv এসএম