আবারও চমকপ্রদ খবর দিলো ফেসবুক

আবারও চমকপ্রদ খবর দিলো ফেসবুক

অনলাইন ডেস্ক

করপোরেট নাম পরিবর্তনের এক সপ্তাহের মধ্যে আবারো চমকপ্রদ খবর দিলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গতকাল এক ঘোষণায় টেক জায়ান্টটি জানিয়েছে তারা এবার চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন অ্যাপ বন্ধ করতে যাচ্ছে।  

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা ও ব্যাপক অপব্যবহারের বিষয় নিয়ে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এবং আইন প্রণেতাদের কঠোর সমালোচনার মধ্যে এই ঘোষণা এলো।

ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন আগামী মাসের মধ্যে সারা বিশ্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।  

ফেসিয়াল রিকগনিশন অ্যাপ-এর সাহায্যে ছবি ও ভিডিওর মাধ্যমে ফেসবুক  স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে শনাক্ত করা হতো।

আরও পড়ুন:


আজ জেল হত্যা দিবস

‘নৌকায় ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে দিবো না’

মিজানুর রহমান আজহারীকে ব্রিটেনে নিষিদ্ধ করতে সংসদে প্রস্তাব

দর্শকদের হুমকিতে দিশেহারা ভারতীয় ক্রিকেটাররা


মেটার (সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ তাদের নাম পরিবর্তন করে ‘মেটা’ করে)  কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি একটি ব্লগ পোস্টে লিখেছেন, চেহারা শনাক্তকরণ প্রক্রিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য একটি সুস্পষ্ট নীতিমালার প্রক্রিয়া চলমান।  

তিনি বলেন, আমরা বিশ্বাস করি চলমান অনিশ্চয়তার মধ্যে চেহারা শনাক্তকরণের ব্যবহার সীমিত করার এখনই উপযুক্ত সময়।

news24bd.tv নাজিম