জাতীয় নির্বাচন যথাসময়েই হবে। কারো জন্য নির্বাচনী ট্রেন অপেক্ষা করবে ন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতারা বলেন, সংখ্যালঘুদের পাশে দাঁড়ায় নি তৃণমূলের দলের নেতারা। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, যা দুঃখজনক।
গেল মাসে শারদীয় দূর্গোৎসবের সময় দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে । এ হামলার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে । গ্রেফতার হয় মুল আসামিসহ অনেকে।
গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে দলের ত্রাণ উপকমিটি। সভায় কেন্দ্রীয় নেতারা বলেন সাম্প্রদায়িক হামলার ঘটনায় কেউই ছাড় পাবে না।
আরও পড়ুন:
টিকটকার অপু ভাইসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
মাদরাসা শিক্ষকের হাতুড়িপেটায় আহত ১০ ছাত্র
মিজানুর রহমান আজহারীকে ব্রিটেনে নিষিদ্ধ করতে সংসদে প্রস্তাব
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক হামলার ঘটনা মোকাবিলায় আওয়ামী লীগের ব্যর্থতা রয়েছে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, যথাসময়েই নির্বাচন হবে। কারো জন্যই নির্বাচনী ট্রেন অপেক্ষা করবে না। বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা বলেও মন্তব্য করেন কাদের।
news24bd.tv রিমু