আওয়ামী লীগের একমাত্র বিপদ ও শত্রু সাম্প্রদায়িকতা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের একমাত্র বিপদ ও শত্রু সাম্প্রদায়িকতা: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জেল হত্যাকাণ্ডে দন্ডপ্রাপ্তদের বিচারের রায় কার্যকরের পর নেপথ্য কুশীলবদের বিষয়ে তদন্ত কমিশন নিয়ে ভাবা হবে। এখন আওয়ামী লীগের একমাত্র বিপদ ও শত্রু সাম্প্রদায়িকতা।

বুধবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবসে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এ সব কথা বলেন তিনি।

এসময় দলের নেতাকর্মীদের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

নেতৃত্বশুন্য করার জন্যই ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।

আরও পড়ুন


ফাতির ম্যাজিকে স্বপ্ন বেঁচে রইল বার্সার

পার্লামেন্টে দেয়া ব্রিটিশ এমপির বক্তব্যের কড়া জবাব দিলেন মাওলানা আজহারী

ওন্টারিও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বাংলাদেশ কনসাল জেনারেলের বিদায়ী সাক্ষাৎ

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি ভারত


আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গসংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এরপর বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ। সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।

news24bd.tv এসএম