ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক

গ্লাসগোয় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কপ-26 সম্মেলনের ইউকে মিটিং রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই প্রধানমন্ত্রী বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপক্ষী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান।

সেখানেও উভয়ের আলোচনায় দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় স্থান পায়। দুই বৈশ্বিক ব্যক্তিত্বের সঙ্গে আলাপকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের চ্যালেঞ্জ, উদ্যোগ ও চাহিদা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv এসএম

আরও পড়ুন


মাহির দ্বিতীয় স্বামী বললেন আমরা পরকীয়া করে বিয়ে করিনি

ব্রিটিশ পার্লামেন্টে মাওলানা আজহারীকে নিয়ে কী আলোচনা হল?

জাতীয় চার নেতাকে আড়ালে রেখে সোনার বাংলা গড়া যাবে না

কথিত স্ত্রী ঝর্ণার করা ধর্ষণ মামলায় মাওলানা মামুনুল হকের বিচার শুরু