কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনায় ১৭ আসামি ৫ দিন করে রিমান্ডে

কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনায় ১৭ আসামি ৫ দিন করে রিমান্ডে

অনলাইন ডেস্ক

কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে অন্য মন্দির ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ১৭ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৬ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন আল মাহামুদ। এসময় তিনি বলেন, দুপুর ১২টার দিকে ১৮ আসামিকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক ১৭ জনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠান।

আরও পড়ুন


ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক

মাহির দ্বিতীয় স্বামী বললেন আমরা পরকীয়া করে বিয়ে করিনি

ব্রিটিশ পার্লামেন্টে মাওলানা আজহারীকে নিয়ে কী আলোচনা হল?

জাতীয় চার নেতাকে আড়ালে রেখে সোনার বাংলা গড়া যাবে না


উল্লেখ্য, গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় রক্ষা কালীমন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এর দুই দিন পর পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

news24bd.tv এসএম