তবুও সীমান্তে দুই লাশ

তবুও সীমান্তে দুই লাশ

অনলাইন ডেস্ক

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন- আছই (২৫) ও আরিফ মিয়া (২২)।

বিএসএফের কাছে থাকা ওই মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে ওই হত্যাকাণ্ড ঘটে।

নিহতদের বাড়ি কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের মাধ্যমে বিষয়টি জেনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ফাঁড়িকে জানানো হয়েছে। দুই বাংলাদেশির মরদেহ ভারত সীমান্তের ওপারে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর ও হান্নান মিয়ার ছেলে আরিফ বেলা ১১টার দিকে ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন


সেদিন আমার কাছে আসলে ২ বাচ্চার মার কাছে ধরা খেতে হতো না: সুবাহ

ব্রিটিশ পার্লামেন্টে মাওলানা আজহারীকে নিয়ে কী আলোচনা হল?

জাতীয় চার নেতাকে আড়ালে রেখে সোনার বাংলা গড়া যাবে না

কথিত স্ত্রী ঝর্ণার করা ধর্ষণ মামলায় মাওলানা মামুনুল হকের বিচার শুরু


বিজিবির ডোনা ফাঁড়ির একটি সূত্র জানিয়েছে, নিহত দুজনের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবন এলাকাস্থ বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। ভারত সরকার কথা দিয়েছে সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না। ’

কিন্তু সেই বক্তব্যের দেড় মাস না যেতেই সীমান্তে বিএসএফের গুলিতে একসঙ্গে প্রাণ হারালেন দুই বাংলাদেশি।

news24bd.tv/ তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর