বাঁশের সাঁকো দিয়ে চলাচল

কুড়িগ্রামের বারমাসিয়া নদীর ওপর নেই কোন সেতু

Other

কুড়িগ্রামের নাওডাঙ্গা ইউনিয়নের বারমাসিয়া নদীর ওপর নেই কোন সেতু। এ অবস্থায় দুটি বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে হাজারো মানুষ। তবে গেল অক্টোবর মাসের আকস্মিক বন্যায় ভেঙ্গে গেছে এ দুটি বাঁশের সাঁকো। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

এ চিত্র কুড়িগ্রামের নাওডাঙ্গা ইউনিয়নের বারমাসিয়া নদীর ওপরের বাঁশের সাঁকোর। গেল অক্টোবর মাসে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় এখানকার নিম্নাঞ্চল। আর বানের পানির তোড়ে ভেঙে যায়  এ সাঁকো। এর পর থেকে ঝুঁকি নিয়েই চলাচল করছে স্থানীয়রা।

আরও পড়ুন


স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া

সেদিন আমার কাছে আসলে ২ বাচ্চার মার কাছে ধরা খেতে হতো না: সুবাহ

কিশোরীকে বিয়ে করতে ব্যর্থ জোরপূর্বক ধর্ষণ

গোসলের ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা


শুধু এই সাঁকো নয় ফুলবাড়ীর বিভিন্ন গ্রামেও  ৭টি বাঁশে সাঁকো দিয়ে প্রায় লাখো  মানুষ চালাচল করে। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণে সংশ্লিস্টরা  একাধিকবার আশ্বাস দেয়ার পরও তা বাস্তবায়ন হয়নি।

অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এরই মধ্যে দুটি জরাজীর্ণ বাঁশের সাঁকো সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে সেতু নির্মাণে সব ধরণের পদক্ষেপ নেবে সরকার এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।

news24bd.tv/ কামরুল