নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে জাবেদা বেগম ও ফাতেমা নামে দুই নারী নিখোঁজ রয়েছে।
তাদের উদ্ধারের চেষ্টা করছেন নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলার চনপাড়া-নোয়াপাড়া নৌঘাটে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ জাবেদা চনপাড়া ৩নং ওয়ার্ডের তারা মিয়ার স্ত্রী ও ১নং ওয়ার্ডের সেলিম মিয়ার মেয়ে ফাতেমা আক্তার।
ইছাপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি চনপাড়া থেকে নোয়াপাড়া যাচ্ছিল। এ সময় নদীর মাঝে গেলে নৌকাটি ডুবে যায়। নৌকার ২০ জন যাত্রীর মধ্যে ১৮ জন সাঁতরে তীরে উঠেছেন। তবে দুজন নারী এখনও নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
গোপন ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ
নাসিরের সঙ্গে আমার সবকিছু শেষ, ফেসবুকে জানালেন সুবাহ
আজ নবী-রশীদদের কাছে হারতে পারে ভারত, জানালেন এই কিংবদন্তী
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লা আল আরেফিন জানান, নৌকাডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে। পাশাপাশি নিখোঁজদের উদ্ধারের জন্য নৌপুলিশের সদস্যরাও নদীতে তল্লাশি করছেন।
news24bd.tv/ তৌহিদ