বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও জুভেন্তাসের জয়

Other

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও জুভেন্তাস। লেওয়ানদোস্কির হ্যাটট্রিকে বেনফিকাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। জেনিথের বিপক্ষে ৪-২ ব্যবধানের জয় পেয়েছে জুভেন্তাস। তবে আটালান্টার বিপক্ষে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এফ গ্রুপে এই ম্যাচটায় প্রত্যাশিত জয়ের জন্যই মাঠে নেমেছিলো ম্যানইউ। কিন্তু উল্টো জেগেছিলো হারের শঙ্কা। শেষে মান বাঁচে রোনালদের শেষ মুহুর্তের গোলে। ম্যাচের ১২ মিনিটেই ইলিচের গোলে লিড আটালান্টার।

গোল শোধ বিরতিতে যাওয়ার ঠিক আগে। রোনালদোর স্কোরে সমতা নিয়ে বিরতিতে যায় রেড ম্যানইউ। ৫৬ মিনিটে জাপাতার গোলে ২-১ ব্যবধানের লিড আটালান্টার। গোল শোধে মরিয়া ম্যানইউর মান বাঁচে ম্যাচের অতিরিক্ত সময়ে। সমতায় ফেরান রোনালদো। ড্র করলেও টেবিলের শীর্ষেই আছে ম্যানইউ।

ই গ্রুপের ম্যাচে বেনফিকার বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত বায়ার্ন। ম্যাচের ১৬ মিনিটে অফসাইডে কাটা পড়ে বেনফিকার প্রথম উদযাপন। তবে ২৬ মিনিটে বায়ার্নকে লিড এনে দেন লেওয়ানদোস্কি। ৩২ মিনিটে নাব্রির গোল। তবে ৩৮ মিনিটে মোরাতার স্কোরে ব্যবধান কমায় বেনফিকা। ব্যবধান ২-১। শেষ বাঁশি বাজার আগে লেওয়ানদোস্কি পেনাল্টি মিস না করলে ব্যবধানটা আরো বাড়তে পারতো। বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৯ মিনিটে সানের গোলে ৩-১ ব্যবধানের লিড। ৬১ মিনিটে লেওয়ানদোস্কির দ্বিতীয় আঘাত। ৭৪ মিনিটে নানিজের গোলে স্কোরলাইন ৪-২। শেষে ৮৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লেওয়ানদোস্কি। ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

গোপন ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

তবুও সীমান্তে দুই লাশ

নাসিরের সঙ্গে আমার সবকিছু শেষ, ফেসবুকে জানালেন সুবাহ

আজ নবী-রশীদদের কাছে হারতে পারে ভারত, জানালেন এই কিংবদন্তী

এদিকে, একই গ্রুপের অপর ম্যাচে কিয়েভের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। ৭০ মিনিটে গোলটি করেন ফাতি।

অন্যদিকে, এইচ গ্রুপের ম্যাচে দিবালার জোড়া আগাতে জেনিথকে ৪-২ গোলে হারিয়েছে জুভেন্তাস। ম্যাচের ১১ মিনিটে দিবালার প্রথম আঘাত। বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে নিজের জোড়া পূরণ করেন এই আর্জেন্টাইন। ৭৩ মিনিটে চিসে ও ৮২ মিনিটে মোরাতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্তাস। ম্যাচ শেষ হবার ঠিক আগে জেনিথের হয়ে একটি গোল করেন আজমউন।

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর