টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সপ্তম আসরে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়ম রক্ষার এই ম্যাচ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ একনজরে দেখে নিন।
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আরও পড়ুন:
যে ৫ কারণে আফগানদের হারালেন কোহলীরা!
এদিকে অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক/অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
news24bd.tv রিমু