ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা ও খল নায়ক আহমেদ শরীফ। বর্তমানে তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি এই দাপুটে অভিনেতা দেশে এসেছেন। গতকাল বুধবার সচিবালয়ে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আহমেদ শরীফ।
এক প্রশ্নের জবাবে আহমেদ শরিফ জানান, এখন আমি আমেরিকায় থাকছি, আমেরিকার সরকার যা দিচ্ছে খাচ্ছি। নিজের যা সঞ্চয় আছে খরচ করছি। ’
তিনি আরও জানান, ‘আমেরিকায় আমার সব আছে। আমার ওষুধ ফ্রি, চলাফেরা ফ্রি ও বাসস্থান ফ্রি। কিন্তু তবুও মনে হয় কিছুই নেই। মনে হয়, আমার ভেতরের হার্টটা খালি। চেনা চেহারাগুলো দেখতে পারি না। ’
সুদূর যুক্তরাষ্ট্রে থেকে বাংলায় কোরআন শরিফ পড়া শেষ করেছেন বলেও তিনি জানান।
আরও পড়ুন:
যে ৫ কারণে আফগানদের হারালেন কোহলীরা!
আহমেদ শরীফ বলেন, ‘ওখানে বসে সবচেয়ে বড় যে কাজটা করতে পেরেছি, তা হলো- আমি বাংলায় কোরআন শরিফ পড়ে শেষ করেছি। কোরআন শরিফে কী নির্দেশ, আগে যখন ছেলেবেলায় পড়েছি কিছুই বুঝতাম না, এখন বাংলায় কোরআন পড়ে এইটুকু বলতে পারি প্রত্যেকটি আয়াত আমার কলবের মধ্যে ঢুকে গেছে আল্লাহ তায়ালা রাসুলকে (সা.) কী বলেছেন। মানুষের জন্য কোনটা উপকারী, কোনটা উপকারী না। কোন শাস্তি তিনি মানুষকে দেবেন। সবকিছু সেখানে আছে। ভেরি ক্লিয়ারলি বাংলায় লেখা আছে। বাংলায় কোরআন পড়ে এই বয়সে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আমি সেভাবেই দিনাতিপাত করছি। এখন নামাজ, কোরআন শরিফ পড়া, এগুলোই আমার সাথি। ’
প্রসঙ্গত, দীর্ঘ ৫০ বছর সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা আহমেদ শরিফ। প্রায় আট শতাধিক বাংলা সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন সফল এই খলনায়ক।
news24bd.tv রিমু