উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাশিয়ান ক্লাব শাখতার দনেতস্কের বিপক্ষে ২-১ গোলে হারিয়েছে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচেই রিয়াল গড়লো অনন্য এক রেকর্ড। ম্যাচের ১৪ মিনিটে বেনজেমার প্রথম গোলটি চ্যাম্পিয়নস লিগে রিয়ালের এক হাজারতম গোল।
বুধবার রাতে ঘরের মাঠে শুরুতেই বেনজেমার রেকর্ড গড়া গোলে এগিয়ে যায় রিয়াল।
বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে আবারও বেনজেমার গোলে ২-১ এ এগিয়ে যায় রিয়াল। এই গোলেই রাশিয়ান ক্লাবটিকে খালি হাতে ফেরায় গ্যালাক্টিকোরা।
এই জয়ে ৪ ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে রিয়াল। আর একটি ম্যাচে জয় পেলেই তাদের নকআউট পর্ব নিশ্চিত হবে।
আরও পড়ুন:
ঠিকই ঘুরে দাঁড়াবে টাইগাররা, কোচের বিশ্বাস
news24bd.tv/ নকিব