পদোন্নতি পেলেন 'ধরা পড়া' ভারতীয় পাইলট অভিনন্দন

ফাইল ছবি

পদোন্নতি পেলেন 'ধরা পড়া' ভারতীয় পাইলট অভিনন্দন

অনলাইন ডেস্ক

পদোন্নতি পেয়েছেন পাকিস্তানি বিমান ধাওয়া করতে গিয়ে দেশটিতে ধরা পড়া ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। উইং কামান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেনে পদোন্নতি পেয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, ‘কয়েক বছর আগে তার বীরত্বের নিদর্শন দেখেছিলেন আপামর ভারতবাসী।

তার জন্য গর্বে বুক ভরে উঠেছিল ভারতবাসীর। পাকিস্তানও আটকে রাখতে পারেননি ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। তাকে এবার গ্রুপ ক্যাপ্টেনের পদমর্যাদা দেওয়া হলো। তাকে ইতোমধ্যেই সৌর্য্য চক্র উপাধিতেও ভূষিত করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ তথা বিমান হামলা চালায় ভারত। পরদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হানা দেয় পাকিস্তান বিমান বাহিনী। এ সময় পাকিস্তানি যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে নিজের মিগ-২১ নিয়ে পাকিস্তানের আকাশসীমা ঢুকে পড়েন অভিনন্দন। বিমানযুদ্ধে অভিনন্দনের বিমানটিকে ভূপাতিত করেন পাকিস্তানি পাইলট। আটক করা হয় ভারতীয় পাইলটক অভিনন্দনকে।

পরবর্তীতে অবশ্য 'শান্তিপূর্ণভাবে' বন্ধুত্বের নিদর্শনস্বরুপ অভিনন্দনকে মুক্তি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুন:

সংস্কৃত না জানাদের সংস্কৃত বিভাগে আবেদন, নিয়োগ দিতে পারলো না ঢাবি


news24bd.tv/ নকিব