দিল্লি যাচ্ছেন শেখ রেহানা, বিজয় দিবসে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

দিল্লি যাচ্ছেন শেখ রেহানা, বিজয় দিবসে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা দিতে আগামী ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নয়াদিল্লি যাচ্ছেন। আর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে ভারতের আমন্ত্রণ গ্রহণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

গণমাধ্যমটি নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস সূত্রের বরাতে আরও জানায়, নয়াদিল্লিতে শেখ রেহানা আসার পর তাকে নিয়ে আরও কিছু অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হতে পারে তার।

এদিকে দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি হওয়ার পরে এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর।

তাই এবছর বাড়তি আয়োজন থাকবে বিজয় দিবসে। ভুটানের সাবেক রাজা জিগমে সিংহ‌ ওয়াংচুকেরও অতিথি হিসেবে থাকার কথা রয়েছে এই অনুষ্ঠানে। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ভুটানই প্রথম স্বীকৃতি দিয়েছিল। আর ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ সরকারের স্বীকৃতি দেয় ভারত।

আর ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-ভারত।

আরও পড়ুন


যুক্তরাজ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ শুরু হচ্ছে আজ

news24bd.tv এসএম