বিশ্বকাপের পর নতুন কোচ পেয়ে যা বললেন রোহিত

বিশ্বকাপের পর নতুন কোচ পেয়ে যা বললেন রোহিত

অনলাইন ডেস্ক

এখনো আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি টীম ইন্ডিয়ার বিশ্বকাপ সফর। বরং নিউজিল্যান্ড পা হড়কালে এখনো কাগজে কলমে সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার। তবে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই হেরে প্রায় দেশে ফেরার টিকিট বুকিং দিয়ে রাখা ভারতের নতুন কোচের নাম এরই মধ্যে ঘোষণা করা হয়ে গেছে।

বুধবার দীপাবলির আগের দিন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বিসিসিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, এবার বিরাট কোহলিদের দায়িত্ব নিতে চলেছেন দ্রাবিড়।

আর অন্যদিকে বিশ্বকাপের পর সম্ভবত বদলে যাচ্ছে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কও। নতুন অধিনায়ক হিসেবে সম্ভাব্য রোহিত শর্মার নামই বেশি শোনা যাচ্ছে। এরই মধ্যে দ্রাবিড় কোচ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ব্যাটসম্যান।

আফগানিস্তানকে হারিয়ে সংবাদ সম্মেলনে রোহিত মুখ খুলেছেন নতুন কোচ নিয়ে। তিনি বলেন, ‘ওকে (দ্রাবিড়) অনেক শুভেচ্ছা। ওর সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় থাকব। ভারতীয় ক্রিকেটের একটি স্তম্ভ রাহুল দ্রাবিড়। ওর সঙ্গে ভবিষ্যতে কাজ করতে পারব, এটা খুবই ভাল বিষয়। ’

প্রসঙ্গত, বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হচ্ছে ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রীর। নতুন করে দায়িত্ব নিতে তিনি যে আগ্রহী নন এটাও জানিয়ে দিয়েছেন আগেই। ফলে বিশ্বকাপের পর নতুন কোচ খুঁজতে শুরু করে বিসিসিআই।

আরও পড়ুন:

আজ শেষ হচ্ছে বিশ্বকাপ সফর, আগামীকাল দেশে ফিরছে টাইগাররা


news24bd.tv/ নকিব