বাগেরহাট স্বাস্থ্য বিভাগকে সেনাবহিনীর
কোভিড সুরক্ষা সামগ্রী প্রদান

বাগেরহাট স্বাস্থ্য বিভাগকে সেনাবহিনীর কোভিড সুরক্ষা সামগ্রী প্রদান

Other

শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিটের তত্ত্বাবধানে বরিশাল সিএমএইচএ বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে কোভিড- ১৯ প্রতিরোধে চিকিৎসা ও স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে।  

বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসে মহামরী করোনা প্রতিরোধে এসব চিকিৎসা ও স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জামাদি ডেপুটি সিভিল সার্জন  ডা. মো. হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন বরিশাল সিএমএইচএ’র মেজর রুবিনা ইয়াসমিন। এ সময়ে ৪৩ বীর ব্যাটালিয়নের কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন শাকিল আহমেদসহ বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

আরও পড়ুন:


আজ শেষ হচ্ছে বিশ্বকাপ সফর, আগামীকাল দেশে ফিরছে টাইগাররা


সেনাবাহিনীর পক্ষ থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে দেয়া করোনা প্রতিরোধে চিকিৎসা ও স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জামাদির মধ্যে রয়েছে ৪০টি বিপি মেশিন এবং স্টেথেস্কোপ, ২৭টি নেবুলাইজার মেশিন, ৪০টি পালস অক্সিমিটার, ১৩টি ডায়াগনস্টিক সেট, ২০টি ওজন মাপা মেশিন, ২৭টি থার্মোমিটার ও ২৮টি টর্চ লাইট।

 

news24bd.tv/ কামরুল