নারীদের সার্ভিকাল ক্যান্সার রোধে এইচপিভি টিকা ৯০ শতাংশ কার্যকর

নারীদের সার্ভিকাল ক্যান্সার রোধে এইচপিভি টিকা ৯০ শতাংশ কার্যকর

অনলাইন ডেস্ক

সার্ভিকাল ক্যান্সারের সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ কমিয়ে দেয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (HPV) টিকা। সম্প্রতি ক্যান্সার রিসার্চ ইউকের এক গবেষণায় এই তথ্য জানা যায়। খবর বিবিসির।

প্রতিষ্ঠানটি সংবাদমাধ্যম বিবিসিকে জানায়, এই গবেষণার ফল ঐতিহাসিক এবং এটি প্রমাণ করে এই টিকা জীবন বাঁচিয়ে আসছে।

প্রায় সব সার্ভিকাল ক্যান্সারই ভাইরাসের কারণে হয়ে থাকে। এই টিকার ফলে রোগটিকে বিলুপ্ত করে ফেলা সম্ভব।

গবেষকেরা জানায়, এই সাফল্য প্রমাণ করে যাদের এই টিকা যারা নিয়েছে তাদের সার্ভিকাল ক্যান্সার টেস্ট কম প্রয়োজন।

ইতিমধ্যেই যুক্তরাজ্যে অঞ্চলভেদে মেয়েদেরকে ১১ থেকে ১৩ বছর বয়সে এই টিকা দেয়া হচ্ছে।

২০১৯ সাল থেকে ছেলেদেরও এই টিকা দেয়া শুরু হয়েছে।

২০০৮ সালে ইংল্যান্ডে যেসব মেয়েদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে, তাদের ফলাফল পর্যবেক্ষণ করে এই ফলাফল পাওয়া যায়। তখন যাদের এই টিকা দেওয়া হয়েছিল এখন তাদের বয়স ২০এর কোটায়। গবেষণায় দেখা যায়, তাদের ক্যান্সার-পূর্ব বৃদ্ধি এবং সার্ভিকাল ক্যান্সার উভয়ের সংখ্যাই অনেক কমে গেছে।

গবেষণার অন্যতম সদস্য লন্ডন কিংস কলেজের প্রফেসর পিটার সাসিয়েনি বলেন, এর প্রভাব অনেক সুদূরপ্রসারী হবে।  

সবমিলিয়ে এখন পর্যন্ত এইচপিভি প্রোগ্রামের অংশ হিসেবে প্রায় ৪৫০ জনের ক্যান্সার এবং ১৭ হাজার ২০০ জনের লক্ষণ থাকতে থাকতেই একে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

প্রফেসর সাসিয়েনি বলেন, এই গবেষণার আরও সুনির্দিষ্ট ফলাফল জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। ক্যান্সার হওয়ার জন্য যাদের টিকা দেওয়া হয়েছিল তারা এখনও অনেক তরুণ।

আরও পড়ুন:

আজ শেষ হচ্ছে বিশ্বকাপ সফর, আগামীকাল দেশে ফিরছে টাইগাররা


news24bd.tv/ নকিব