‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে টাঙ্গাইল থেকে চুরি হওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধার ও চুরির সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে নরসিংদীর শিবপুর থানার পুলিশ।
বৃহষ্পতিবার ৪ নভেম্বর, ২০২১ ভোর সোয়া ছয়টায় একজন কলার টাঙ্গাইলের মির্জাপুর থেকে ফোন করে জানান তার একটি সিএনজি চালিত অটোরিক্সা রাতে চুরি হয়ে যায়। অটোরিক্সায় সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন সেটি ঢাকা সিলেট মহাসড়ক হয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল।
আরও পড়ুন:
গ্লাসগোয় ড্রাম বাজালেন মোদী, ভিডিও ভাইরাল
৯৯৯ তাৎক্ষণিক ভাবে নরসিংদী জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।
অবশেষে শিবপুর থানার একটি দল শংখোলা পশ্চিম পাড়ার জনৈক এবাদুল্লাহ (৩২)র বসত বাড়ি থেকে কলারের চুরি যাওয়া অটোরিক্সা সহ আরেকটি নম্বর প্লেট বিহীন আটোরিক্সা উদ্ধার করে এবং এবাদুল্লাহকে আটক করে।
পরবর্তী আইনী ব্যবস্থার জন্য আটক ব্যক্তিকে এবং উদ্ধারকৃত অটোরিক্সা টাঙ্গাইল মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
news24bd.tv/ কামরুল