গাজীপুরের শ্রীপুরের স্থানীয় গাড়ারন এলকার মসজিদের ইমামের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে ত্রিমোহনি-পাগলা সড়কের আহালিয়ার টেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাড়ারন গ্রামের সহর বেপারির পুত্র কফিল উদ্দিন (৪৫) ও তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একাই এলাকার আব্বাস আলীর পুত্র নায়েব আলী (৭৫)।
আরও পড়ুন:
বাড়ল ডিজেল-কেরোসিনের দাম, বৃহস্পতিবার থেকে কার্যকর
যে ৫ কারণে আফগানদের হারালেন কোহলীরা!
এ সময় অটোচালক সাইফুল ইসলাম গুরুত্বর আহত অবস্থায় শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বাড়ির জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা কয়েকটি অটো ও মোটরসাইকেলে করে গফরগাঁও থানার পাগলা এলাকায় যাওয়ার পথে ত্রিমোহনি-পাগলা সড়কের আহালিয়ারটেক নামক স্থানে সড়কের পিচঢালাইয়ের কাজে ব্যবহৃত রুলারের সাথে সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন, হাসপাতালে আনার পর কফিল উদ্দিন মারা যায় এবং আমির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
news24bd.tv/ কামরুল