৫ হারেও টাইগাররা পাচ্ছে কোটি টাকা!

৫ হারেও টাইগাররা পাচ্ছে কোটি টাকা!

অনলাইন ডেস্ক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটাও হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ। মূল পর্বে ৫ ম্যাচ খেলে দল হারল পাঁচটিতেই! বৃহস্পতিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে  অস্ট্রেলিয়া। বাংলাদেশের করা ৭৩ রান টপকাতে অজিদের লেগেছে মাত্র ৬ দশমিক ২ ওভার। এদিকে হারের পর হার উপহার দিলেও চলতি বিশ্বকাপ থেকে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা আয় করেছে বাংলাদেশ।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার প্রাইজমানি রয়েছে। ওমান ও পাপুয়া নিউগিনিকে হারানোয় মোট ৮০ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশ। তাছাড়া সুপার টুয়েলভে উঠায় আরো ৭০ হাজার ডলার দেওয়া হবে বাংলাদেশকে। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে দেশে ফিরছে টাইগাররা।

আরও পড়ুন: 


তেলের দাম বৃদ্ধি, চট্টগ্রামে গণপরিবহন বন্ধ

৭৩-এ শেষ বাংলাদেশ

এবারের পাকিস্তানকে দেখে শোয়েবের ‌‘ভয়’


 

সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচের সবকটিই হেরেছে মাহমুদ উল্লাহর দল। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। প্রথম রাউন্ডেও বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছে পুঁচকে স্কটল্যান্ড। সবশেষ আজ হারলো আবার অজিদের কাছে।

news24bd.tv/আলী