যুক্তরাষ্ট্রে ২০১৭ সাল থেকে বিক্রি হওয়া প্রায় ১২ হাজার গাড়ি বাজার থেকে তুলে নিচ্ছে টেসলা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, জরুরি ব্রেকগুলো অপ্রত্যাশিতভাবে সক্রিয় হয়ে যাওয়ায় গাড়িগুলো তুলে নেয়া হচ্ছে।
আরও পড়ুন
পল্টন চেকপোস্টে বোমা হামলা: সিটিটিসি
স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া
সেদিন আমার কাছে আসলে ২ বাচ্চার মার কাছে ধরা খেতে হতো না: সুবাহ
কিশোরীকে বিয়ে করতে ব্যর্থ জোরপূর্বক ধর্ষণ
এ প্রসঙ্গে টেসলার পক্ষ থেকে বলা হয়, গেল ২৩ অক্টোবর সফটওয়্যার আপডেট নেয়ার পর এস, এক্স, থ্রি ও ওয়াই মডেলের ১১ হাজার ৭০৪টি বাহন প্রত্যাহার করেছে তারা।
news24bd.tv/এমি-জান্নাত