পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসছে ইরান। ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বুধবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস। আলোচনায় ইইউয়ের পররাষ্ট্রনীতি সংক্রান্ত প্রধান জোসেফ বোরেলের পক্ষে সভাপতিত্ব করবেন এনরিক মোরা।
আরও পড়ুন
পল্টন চেকপোস্টে বোমা হামলা: সিটিটিসি
স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া
সেদিন আমার কাছে আসলে ২ বাচ্চার মার কাছে ধরা খেতে হতো না: সুবাহ
কিশোরীকে বিয়ে করতে ব্যর্থ জোরপূর্বক ধর্ষণ
পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে শর্ত দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে শুরু করা ইরানের পারমাণবিক কার্যক্রমে লাগাম দিলেই এ নিয়ে সামনে আগানো হবে বলে জানিয়ে রেখেছে মার্কিন প্রশাসন।
news24bd.tv/এমি-জান্নাত