রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫

রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫

অনলাইন ডেস্ক

রাজধানীর সোয়ারিঘাটে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের এই ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, আগুন লাগা জুতার ওই কারখানাতে তৈরি করা হত জুতার সোল। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত ৫ জন শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

আগুন লাগায় কালো দোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেনো মনি শর্মা গণমাধ্যমকে জানান, আগুন লাগা জুতার ফ্যাক্টরির উপরের অংশে মেছ হিসেবে ভাড়া থাকতো। যখন আগুন লাগে তখন তারা বের হওয়ার সুযোগ পায়নি। ফলে আগুনের কালো ধোঁয়ায় তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন


সূরা বাকারা: আয়াত ১৪৮-১৫২, ধর্মের মূল নীতির বাইরে তর্ক-বিতর্ক নিষেধ

news24bd.tv এসএম