সবেমাত্র এরশাদের পতন হয়েছে। আলম ভাই (আলম রায়হান) বললেন, শাহ মোয়াজ্জেম হোসেনের একটা ইন্টারভিউ কইরা নিয়া আসেন। নানা ধরনের আপত্তিকর, বিতর্কিত মন্তব্যের কারনে তার উপর তখন মানুষের ক্ষোভটা এমনিতেই বেশি।
ঠিক করলাম, ফর্মাল ইন্টারভিউ করবো না, সদ্য ক্ষমতাচুত সরকারের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ এই নেতাকে কী ই বা প্রশ্ন করবো আমি।
হাত তুলে থামিয়ে দিলেন শাহ মোয়াজ্জেম। বললেন- শোনো মিয়া, নিষ্ফলা গাছে বান্দরও চড়ে না। যেই গাছে ফল আছে সেই গাছে বান্দর তো চড়েই, পাড়ার বখাটে পোলাডা পর্যন্ত ঢিল মারে।
আলম রায়হান ‘সুগন্ধায়’ হেডিং করলেন ‘নিষ্ফলা গাছে বান্দরও চড়ে না’।
আজ অনেক বছর পর লাইনটা প্রবলভাবে মাথায় ঘুরপাক খাচ্ছে, 'নিষ্ফলা গাছে বান্দরও চড়েনা……'
আরও পড়ুন:
নারীদের সার্ভিকাল ক্যান্সার রোধে এইচপিভি টিকা ৯০ শতাংশ কার্যকর
news24bd.tv/ নকিব