নুনোকে ছাড়াই জয় পেল টটেনহ্যাম

নুনোকে ছাড়াই জয় পেল টটেনহ্যাম

অনলাইন ডেস্ক

টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই জয় পেলেন চেলসি ও ইন্টার মিলানের সাবেক কোচ এন্টোনিও কন্তে। সম্প্রতি টটেনহ্যামের সাবেক কোচ নুনো এস্পিরিতো সান্তোর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঘরের মাঠে ইউরোপা কনফারেন্স লিগে ডাচ দল ভিটেসে আর্নহেমের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে টটেনহ্যাম।

ম্যাচের মাত্র ২৮ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।

তবে প্রথমার্ধে বিরতির আগেই ২ গোল শোধ দেয় ডাচ দলটি। তবে দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই।

টটেনহ্যামের হয়েগোল তিনটি  করেন সন হিয়ং মিন, লুকাস মউরা এবং জ্যাকব রাসমুসেন। এদিকে পাঁচ গোলের ম্যাচে দুটি লাল কার্ড দেখে ভিটেসে আর্নহেম।

প্রসঙ্গত, হোসে মরিনহোর ব্যর্থতার পর ইংলিশ ক্লাব টটেনহ্যামের দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক উলভস কোচ নুনো এস্পিরিতো সান্তোকে। গত আগস্টে দুই বছরের চুক্তি নিয়ে টটেনহ্যামে এসেছিলেন নুনো এস্পিরিতো সান্তো। যে কারণে তাকে দলে আনা হয়েছিল, সে লক্ষ্য পূরণ দূরে থাক, এরপর থেকে ক্লাবের পারফরম্যান্সের গ্রাফ কেবল নিচের দিকেই নেমেছে।  

সব প্রতিযোগিতা মিলিয়ে নুনোর অধীনে ১৭ ম্যাচ খেলেছে টটেনহ্যাম। যার মধ্যে ৯টিতে জয় তুলে নিয়েছে তার দল, হেরেছে সাত ম্যাচে।

আরও পড়ুন:

নিষ্ফলা গাছে বান্দরও চড়ে না


news24bd.tv/ নকিব