জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ডা. এম এ করিম মারা গেছেন

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ডা. এম এ করিম মারা গেছেন

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি এবং সাপ্তাহিক সেবার সম্পাদক ডাক্তার এম এ করিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার হয়েছিলো ৯৮ বছর।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতলে মৃত্যুবরণ করেন তিনি।

ডা. এম এ করিম ১৯২৩ সালের ১৫ জুলাই চাঁদপুরের হাজিগঞ্জে জন্মগ্রহণ করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সাধারণ মানুষের চিকিৎসা সেবায় এক অনন্য দৃষ্টান্ত রয়েছে তার।

এই চিকিৎসক ও রাজনীতিবিদ ১৯৪২ সালে শরিয়তপুর জেলার পাতিসার স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করেন। ১৯৪২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হতে গেলেও সিদ্ধান্ত পরিবর্তন করে তার বাবা তাকে ঢাকায় মেডিকেল স্কুল কিংবা প্রকৌশল স্কুলে ভর্তি করতে নিয়ে আসেন। ভর্তির তারিখ চলে যাওয়ায় সে বছর আর ভর্তি হতে পারেন না।

১৯৪৩ সালে ঢাকার মিটফোর্ড মেডিকেল স্কুলে ভর্তি হন। এখান থেকেই শুরু হয় ডা. করিমের জীবনের এক নতুন অধ্যায়। মেডিকেল স্কুলে ভর্তি হওয়ার প্রাক্কালেই শুরু হয়ে যায় ১৯৪৩ এর দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে তিনি প্রত্যক্ষ করলেন ভয়াবহ মানবিক বিপর্যয়ের। যা তাকে নাড়া দিয়েছিল ভীষণভাবে। দুর্ভিক্ষ কবলিত মানুষদের রক্ষায় অন্যান্যদের সঙ্গে তিনিও যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে যান রাজনীতিতে।

ডা. এম এ করিম আমৃত্যু জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি এবং সাপ্তাহিক সেবা পত্রিকার সম্পাদক ছিলেন।

আরও পড়ুন


পরিবহন ধর্মঘট: ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিষয়ে যা জানা গেল

news24bd.tv এসএম