স্মার্টমিটার উদ্ভাবনের জন্য আর্থশট পুরস্কার পেলেন বাংলাদেশের ইসরাত

স্মার্টমিটার উদ্ভাবনের জন্য আর্থশট পুরস্কার পেলেন বাংলাদেশের ইসরাত

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ইসরাত ওয়ারিস ব্রিটেনের রয়েল ফাউন্ডেশনের আর্থশট পুরস্কার পেয়েছেন। তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে স্মার্টমিটার উদ্ভাবনের জন্য। তিনি সোলশেয়ার কোম্পানির পণ্য ও ব্যবসায় উন্নয়নবিষয়ক পরিচালক।

ইসরাতের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে লোকজন ব্যবহারের অতিরিক্ত সৌর বিদ্যুৎ বিক্রি করে দিতে পারবে।

তিনি জানান, অন্যদের মিটারে দেখা যাচ্ছে তারা কি পরিমাণ জ্বালানি ব্যবহার করছে। কিন্তু আমাদের মিটার দেখাচ্ছে, আপনি কী পরিমাণ অর্থ আয় করতে পেরেছেন।

ইসরাতকে পুরস্কারের সম্মানী হিসেবে ১০ লাখ পাউন্ড দেয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখায় ইসরাতসহ ৫জনকে এই পুরস্কার দেয়া হয়।

এবারই প্রথম এ পুরস্কার দেয়া হল।

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২০ সিক্সে অংশগ্রহণকে অশরীরী অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছেন ইসরাত। তিনি বলেন, কেউ কেউ আমার পিঠে হাত দিয়ে বলছেন, ওহ, বিল গেটস আপনার পণ্য দেখতে চেয়েছেন। এছাড়া ব্রিটেনের প্রিন্স চার্লসের সঙ্গে নৈশভোজের কথাও বলেন তিনি।

ইসরাত ছাড়াও ভারতের ভিনিষা উমাশঙ্কর, কোরাল ভিটার স্যাম টেইচার, নাইজেরিয়ার অলুগবেঙ্গা ওলুবানজো এবারের আর্থশট পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন


জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ডা. এম এ করিম মারা গেছেন

news24bd.tv এসএম