বাড়লো লঞ্চ চলাচলের সময়সীমা

বাড়লো লঞ্চ চলাচলের সময়সীমা

অনলাইন ডেস্ক

যাত্রীদের সুবিধার্থে পূর্বের সময় থেকে লঞ্চ চলাচলের সময় দেড় ঘণ্টা বাড়িয়েছে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  

বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার এবং শরিয়তপুরের মাঝিকান্দি নৌ-রুটে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করছে।   এর আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ রুটে লঞ্চ চলাচল করতো।  

শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

বিকেল ৫টায় দেশে ফিরছে টাইগারবাহিনী

পরিবহন ধর্মঘট: বিকল্প বাহনও থামিয়ে দিচ্ছে শ্রমিকরা

নিষ্ফলা গাছে বান্দরও চড়ে না


তিনি বলেন, গতকাল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ চলাচল করছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি চলমান থাকবে। তবে নির্দিষ্ট সময়ের বাইরে কোনো লঞ্চ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না।

news24bd.tv নাজিম