সড়কে নেই গণপরিবহনের দেখা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

সড়কে নেই গণপরিবহনের দেখা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। রাস্তায় দেখা নেই গণপরিবহনের। আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।

এদিকে গন্তব্যের উদ্দেশে ছোটা মানুষরা পড়েছে সবচেয়ে বিপাকে।

এছাড়াও শুক্রবার হওয়া অনেকগুলো চাকরির নিয়োগ পরীক্ষা রয়েছে। সকালের দিকে যাদের পরীক্ষা ছিল তাদের অনেকই পরীক্ষা হলে পৌঁছাতে পারেনি। আবার কয়েকগুণ বাড়তি ভাড়াগুণে গন্তব্যে গিয়েছেন অনেকেই।

বনানী এলাকায় দাঁড়িয়ে থাকা এক পরীক্ষার্থী জানান, ১০টায় পরীক্ষা ছিল।

কিন্তু গণপরিবহন না থাকায় যেতে পারিনি। মানুষের দুর্ভোগ ও ভোগান্তির মধ্যেও সিএনজি চালিত অটোরিকশা চালকরা সুযোগ নিতে শুরু করেছে। ২০০ টাকার ভাড়া চাইছে ৫০০ টাকা। বিপদে পড়েছি।

আরেকজন দাঁড়িয়ে আছেন বিশ্বরোডে যাবেন গাজীপুর। বাসের দেখা নেই। ভেঙে ভেঙে যেতে। হাউজবিল্ডিং পর্যন্ত সিএনজি ভাড়া চায় ৫০০ টাকা। তাই কারও সাথে শেয়ারে সিএনজি ভাড়া করে যেতে চান তিনি।

সকাল থেকে রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা হাউজবিল্ডিং, জসিমউদ্দীন, বিমানবন্দর বাসস্ট্যান্ড, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালীসহ বিভিন্ন স্থানে যাত্রীদের ভোগান্তি দেখা গেছে।

আরও পড়ুন


অন্তরঙ্গ ছবি ভাইরাল, স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি পরকীয়ার অভিযোগ

news24bd.tv এসএম