দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের নির্শা পলাশবাড়ী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা ওই গ্রামের মৃত আহদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৭৫) ও স্ত্রী ফেন্সি আরা বেগম (৬০)।
এলাকাবাসী জানান, সকালে তাদের বাড়িতে এক প্রতিবেশী ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে হাফিজুর রহমানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় অনেককে ডাক দেয়।
পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রেখে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
গ্রামবাসী আরো জানান, তারা প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। রাতে কে বা কারা এই ঘটনা ঘটায়। নিহত হাফিজুল ইসলামের ছেলে মেয়ে বিবাহ ও চাকরির সুবাদে অন্য জায়গায় থাকেন। বাড়িতে দুই স্বামী-স্ত্রী একা থাকতেন।
এদিকে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা চিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। তবে কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শেষে জানানো যাবে।
news24bd.tv/ তৌহিদ