বগুড়ায় পানিফলের আশানুরুপ উৎপাদন

বগুড়ায় পানিফলের আশানুরুপ উৎপাদন

Other

বগুড়ায় পানিফলের আশানুরুপ উৎপাদন হয়েছে। কম খরচে লাভ বেশি হওয়ায় এই ফল চাষে আগ্রহ বেড়েছে এখানকার কৃষকদের। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পানি ফল সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়।  

পানিতে জন্মে বলে ই হয়ত নাম হয়েছে পানিফল।

লতাপাতার মতো জলাশয়ে ভাসতে দেখা যায় পানিফলের গাছ। বগুড়ার গাবতলী, শিবগঞ্জ ও সদর উপজেলার  নিচু জমি ও বিল-জলাশয়ে মৌসুমি ফসল হিসেবে পানি ফল চাষ হচ্ছে।

কৃষকরা জানান, আষাঢ় মাস থেকে ভাদ্র-আশ্বিন মাস পর্যন্ত এ ফলের চারা লাগানো যায়। চারা লাগানোর ২ থেকে আড়াই মাস পর ফল তোলা যায়।

প্রতি গাছ থেকে ৩/৪ বার ফল তোলা যায়, যা পৌষ মাস পর্যন্ত পাওয়া যায়। এ ফলের কোনো বীজ নেই, মৌসুম শেষে পরিপক্ব ফল থেকে আবারও চারা গজায়, সে চারা পরে জলাশয়ে লাগানো হয়।

আরও পড়ুন:


একাত্তর টিভির হেড অব নিউজ শাকিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

এবার হিরো আলমের ছবিতে গান গাইবেন রানু মণ্ডল!

পরিবহন ধর্মঘট: বিকল্প বাহনও থামিয়ে দিচ্ছে শ্রমিকরা

নওগাঁয় নেশার টাকার জন্য মাকে শ্বাসরোধ করে হত্যা


এখানকার  বাজারে প্রতি মণ পানিফল ৬’শ থেকে ১৪’শ টাকা দরে কেনাবেচা হচ্ছে।   বাজার দর ভাল থাকায় বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। এখান থেকে বিভিন্ন জেলায় পানি ফল  কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

আগামীতে সারাদেশেই এই ফলের উৎপাদন আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিস্টরা।

এরই মধ্যে লাভজনক এই ফল চাষ করে অনেক কৃষকের পরিবারে সুদিন ফিরেছে।

news24bd.tv/ কামরুল