বসুন্ধরা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ

বসুন্ধরা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক

বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমেটেড বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।  

প্রতিষ্ঠানের নাম- বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমেটেড
পদের সংখ্যা- নির্ধারিত নয় 
কাজের ধরণ- পূর্ণকালীন 
কর্মস্থল- দেশের যেকোনো স্থানে 

১। স্টক প্রিপারেশন বিভাগ 
পদের নাম- ফোরম্যান 
আবেদন যোগ্যতা
কমপক্ষে এইচএসসি বা সমমান পাস।

  
সংশ্লিষ্ট কাজে ৮-১০ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নাম- জুনিয়র অপারেটর বা অপারেটর (ক্রফতা বা রিকভারি বা রিফাইনার)
আবেদন যোগ্যতা
কমপক্ষে এইচএসসি বা সমমান পাস।   
সংশ্লিষ্ট কাজে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নাম- জুনিয়র  অপারেটর বা অপারেটর (কেমিক্যাল) 
আবেদন যোগ্যতা
কমপক্ষে এসএসসি বা সমমান পাস।

 
সংশ্লিষ্ট কাজে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

২। পেপার মেশিন বিভাগ 
পদের নাম- জুনিয়র অপারেটর(ওয়ার অ্যান্ড প্রেস, রিউইন্ডার, ড্রায়ার, সাইজ প্রেস কিচেন)  
আবেদন যোগ্যতা
কমপক্ষে এসএসসি বা সমমান পাস।  
সংশ্লিষ্ট কাজে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

আরও পড়ুন : বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

৩। কোটিং প্লান্ট বিভাগ 
পদের নাম- জুনিয়র অপারেটর বা অপারেটর বা হেল্পার (ভেরিটপ রিউইন্ডার, কোটার মেশিন, সিসিকে)   
আবেদন যোগ্যতা
কমপক্ষে এসএসসি বা সমমান পাস।  
সংশ্লিষ্ট কাজে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নাম- জুনিয়র অপারেটর বা হেল্পার (সুপার ক্যালেন্ডার)   
আবেদন যোগ্যতা
কমপক্ষে এসএসসি বা সমমান পাস।  
সংশ্লিষ্ট কাজে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নাম- সিনিয়র অপারেটর বা অপারেটর (সুপার ক্যালেন্ডার)   
আবেদন যোগ্যতা
কমপক্ষে এসএসসি বা সমমান পাস।  
সংশ্লিষ্ট কাজে ৭-১০ বছরের কাজের অভিজ্ঞতা।

৪। ফিনিশিং বিভাগ      
পদের নাম- অপারেটর (শীট কাটার মেশিন)   
আবেদন যোগ্যতা 
কমপক্ষে এসএসসি বা সমমান পাস।  
সংশ্লিষ্ট কাজে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নাম- সিনিয়র অপারেটর বা অপারেটর বা জুনিয়র অপারেটর (রোল র‍্যাপিং মেশিন, রীম র‍্যাপিং মেশিন)     
আবেদন যোগ্যতা  
কমপক্ষে এইচএসসি বা সমমান পাস।  
সংশ্লিষ্ট কাজে ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা।  

সাক্ষাৎকারে যা যা লাগবে 
জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি।  

সাক্ষাৎকারের সময় ও তারিখ 
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত 
১। ১ ও ২নং বিভাগের জন্য ৮ নভেম্বর ২০২১  
২। ৩ ও ৪নং বিভাগের জন্য ৯ নভেম্বর ২০২১

সাক্ষাৎকারের স্থান 
বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমেটেড, মেঘনাঘাট, নিউটাউন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।   

news24bd.tv/আলী