দেশে পরিবহন ধর্মঘট চলছে না : শাজাহান খান

দেশে পরিবহন ধর্মঘট চলছে না : শাজাহান খান

অনলাইন ডেস্ক

দেশে পরিবহন ধর্মঘট চলছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মালিকরা বাধ্য হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এটাকে পরিবহন ধর্মঘট বলা যাবে না। আমরা সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট কর্মসূচি দেইনি।

 

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

ডিজেলের দাম হঠাৎ করে বাড়ানোয় পরিবহন মালিকরা কর্মসূচি পালন করছেন বলে তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিবহন ভাড়া সমন্বয় করে সমস্যার সমাধান করা যায় বলে তিনি মনে করেন।

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


 

পরীক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

তবে বাস ও পণ্যবাহী যানবাহন মালিকদের একাধিক সংগঠন সূত্রে জানা গেছে, শনিবারের পর সমস্যার সমাধান আসতে পারে। তার আগে তারা গাড়ি চালানো বন্ধ রাখবেন।  

news24bd.tv/আলী