লঞ্চের ভাড়া দ্বিগুণ না করলে নৌযান চলাচল বন্ধের হুঁশিয়ারি

লঞ্চের ভাড়া দ্বিগুণ না করলে নৌযান চলাচল বন্ধের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

জ্বালানী তেলের দাম বৃদ্ধির ফলে গতকাল শুক্রবার থেকে সারা দেশে চলছে অঘোষিত ধর্মঘট। যা আজও অব্যাহত আছে। এদিকে ধর্মঘটের ফলে বন্ধ রয়েছে বাস ও পণ্যপরিবহন। তবে নৌযান চলাচল অব্যাহত থাকায় লঞ্চে যাত্রীদের চাপ বেড়েছে।

এদিকে আজ শনিবার (৬ নভেম্বর) থেকে রকারের প্রতি লঞ্চ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে, অভ্যন্তরীণ নৌপরিবহণ মালিক সমিতি। আজকের মধ্যে ভাড়া বাড়ানো না হলে নৌযান চলাচলও বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, দেশে জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে। তাই লঞ্চের ভাড়াও শতভাগ বাড়াতে হবে।

আজ শনিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় আমরাও ধর্মঘটে যাবো।

সমিতির পরিচালক মামুন অর রশীদ জানান, এরইমধ্যে লঞ্চের ভাড়া দ্বিগুণ করতে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। আজ শনিবার দুপুরে বিআইডব্লিউটিএর সঙ্গে এ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর থেকে সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়, যা ওই দিন রাত ১২টা থেকে তা কার্যকর হয়।

আরও পড়ুন


মোবাইলে প্রেমের সম্পর্ক, প্রেমিকাকে ডেকে নিয়ে দুই বন্ধুর রাতভর ধর্ষণ

news24bd.tv এসএম