কৃষকের ঘরে জন্ম নিলো মাথার খুলি ও মগজবিহীন শিশু

কৃষকের ঘরে জন্ম নিলো মাথার খুলি ও মগজবিহীন শিশু

অনলাইন ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে মাথার খুলি ও মগজবিহীন এক নবজাতকের জন্ম হয়েছে। গতকাল রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারের আনোয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টি সেন্টারে শিশুটির জন্ম হয়।  

শিশুটির বাড়ি নাজিরপুর ইউনিয়নের বৃ-কাশো গ্রামে। শিশুটির বাবার নাম এমদাদুল হক।

আর মায়ের নাম নাসরিন বেগম। এমদাদুল হক পেশায় কৃষক।  

শিশুটির বাবা এমদাদুল হক জানান, সদ্য জন্মগ্রহণ করা পুত্র সন্তানের মাথার খুলি ও মগজ নেই। মা ও শিশু দুইজনেই সুস্থ আছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাতে এমদাদুল হক তার স্ত্রী নাসরিন বেগমকে নিয়ে আনোয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টি সেন্টারে আসেন। রাত সাড়ে ৯টার দিকে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আমিনুল ইসলাম সিজারিয়ান অপারেশন করেন। জন্মগ্রহণের পরেই দেখা যায়, ওই শিশুটির মাথার খুলি ও মগজ নেই।


আরও পড়ুন:

লন্ডন থেকে ধর্মঘট পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে: ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন

সৌদি আরবে গিজার পিরামিডের চেয়েও প্রাচীন প্রস্তরখণ্ড, রহস্য ঘনীভূত


ডা. মো. আমিনুল ইসলাম জানান, মাথার খুলি ও মগজবিহীন যে শিশুটি জন্মগ্রহণ করেছে সেটি একটি রোগ। এই রোগের নাম এনেনসেফালি। তার অপারেশন জীবনে তিনি এমন অনেক শিশু দেখেছেন। এটি মূলত জীন ও হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে।  

তিনি জানান, এই শিশুগুলো বেঁচে থাকে না। তবে উন্নত চিকিৎসা করালে বাঁচানো সম্ভব।

news24bd.tv নাজিম