টেক্সাসে ফেস্টিভালে পদদলিত হয়ে নিহত ৮, হাসপাতালে ১৭ জন

টেক্সাসে ফেস্টিভালে পদদলিত হয়ে নিহত ৮, হাসপাতালে ১৭ জন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দুইদিনব্যাপী সংগীত উৎসবের প্রথম দিনেই পদদলিত হয়ে কমপক্ষে ৮জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হিউস্টন ফায়ার চিফ। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে আল-জাজিরা জানায়, ফেস্টিভ্যালের প্রথম রাতে ট্রাভিস স্কট যখন গান করছিলেন তখন এ দুর্ঘটনা ঘটে।

ট্রাভিস ২০১৮ সালে এ উৎসব চালু করেছিলেন।  

হিউস্টনে অগ্নি ব্যবস্থাপনা বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, আমরা আটজনের মৃত্যুর খবর পেয়েছি। জেনেছি আরও বহু মানুষ আহত হয়েছেন।   তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

  ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে অনেককে সেবা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই সংগীত উৎসব দুই রাত ধরে অনুষ্ঠিত হয়। তবে প্রথম রাতের দুর্ঘটনার কারণে পরবর্তী রাতের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এই ফেস্টিভালে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিয়েছিল।

আরও পড়ুন:

সরকারি হস্তক্ষেপে ভারতে ২২ রাজ্যে কমছে পেট্রোল-ডিজেলের দাম


news24bd.tv/ নকিব