চীন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর তীব্র সহিংসতা

চীন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর তীব্র সহিংসতা

অনলাইন ডেস্ক

চীনের রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর চরম সহিংসতায় জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

চলমান এই সহিংসতা বন্ধে শিগগিরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানিয়েছে পাঁচ শতাধিক নাগরিক অধিকার গোষ্ঠী।

জান্তা সরকারের আগ্রাসন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেয়ার তাগিদ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচসহ ৫২১টি আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।


 
দীর্ঘদিন ধরেই মিয়ানমারের পশ্চিমাঞ্চলের চীন রাজ্যে বেসামরিক মানুষের ওপর দমন-পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীন জান্তা সরকার। দেশটির সেনাবাহিনীর সহিংসতা বন্ধে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে নাগরিক অধিকার গোষ্ঠী।
 
স্থানীয় গণমাধ্যম, প্রত্যক্ষদর্শী ও জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, চীন রাজ্যে ভারী অস্ত্রসহ সেনা জড়ো করছে মিয়ানমার সরকার। বিদ্রোহীদের ওপর হামলার জন্যই এটা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।

 
ইতোমধ্যে ৫২১টি আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থার পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

আরও পড়ুন

চলে গিয়েও ফিরলেন মির্জা ফখরুল

দ্বিতীয় দিনের ধর্মঘটেও ভোগান্তিতে মানুষ, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

মারজুক রাসেল 'গেইল' হয়ে নিয়ে আসছে 'টিম ওয়েস্ট ইন্ডিজ'

এতে বলা হয়েছে, চীন রাজ্যে মানবিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অঞ্চলটিতে সহিংসতা থামানোর পাশাপাশি মিয়ানমারের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকের প্রয়োজন।
 
এ অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান জানানো হয়। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি অংসান সুচি-কে সরিয়ে জোরপূর্বক ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

news24bd.tv/এমি-জান্নাত